logo

জিমেইল ফুল? এক ক্লিকে স্টোরেজ খালি করার উপায়

জিমেইল ফুল? এক ক্লিকে স্টোরেজ খালি করার উপায়

জিমেইল গুগলের জনপ্রিয় মেইলিং সার্ভিস। কিন্তু মেইলের স্টোরেজ সীমাবদ্ধতা রয়েছে। তাই কিছুদিন পর পর জিমেইলের স্টোরেজ খালি করতে হয়। এজন্য অপ্রয়োজনীয় মেইল ডিলিট করতে হয়। যা খুবই বিরক্তিকর। 

অসংখ্য ই-মেইলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেইল ডিলিট করা সময়সাপেক্ষ। তবে ডিলিট ব্যতীত অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে।জেনে নিন কী ভাবে তা করতে হয়।

১. মোবাইল ফোন বা কম্পিউটার থেকে জিমেইল খুলুন।

২. বিজ্ঞাপন বা প্রচারমূলক সংস্থা থেকে আসা মেইল বন্ধ করার জন্য প্রথমেই তা ‘আনসাবস্ক্রাইব’ করতে হবে।

৩. তার জন্য নির্দিষ্ট সংস্থা থেকে আসা যে কোনও একটি মেইল খুলে নিন।

৪. ওই পাতাটির একেবারে ডান দিকে দেখুন তিনটি ‘ডট’ বা বিন্দুচিহ্ন।

৫. সেখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন-যুক্ত দীর্ঘ একটি তালিকা বেরিয়ে পড়বে।

৬. তার পর সেখান থেকে ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ হবে সহজেই।

এজেড

March 2025

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত