গিজার বিস্ফোরণে প্রাণ গেল নববধূর
অনলাইন রিপোর্ট
2024-11-30T06:46:35.864Z
এই শীতে পানি গরম করতে অনেকেই বাসা-বাড়ির বাথরুমে গিজার লাগান। এই বৈদ্যুতিক যন্ত্র সহজেই পানি গরম করে দেয় কিন্তু এটা যে ঝূঁকিপূর্ণ তারই প্রমাণ মিলল। ভারতের উত্তর প্রদেশের বরেলীতে গিজার বিস্ফোরণে এক নববধূর মৃত্যু হয়েছে।
গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল ওই নারীর। বুধবার বিকেলে গোসল করতে গিয়ে গিজার চালিয়েছিলেন পানি গরম করার জন্য। তখনই দুর্ঘটনা।
:
মাত্র পাঁচ দিন আগে তার বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে বিকেলে গোসল করতে গিয়েছিলেন তিনি। পানি ঠান্ডা থাকায় চালিয়ে নিয়েছিলেন গিজার। কিন্তু তাতেই কাল হয়েছে। গোসলের সময় আচমকা গিজারটি বিস্ফোরণ ঘটে। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে নববধূর মৃতদেহ উদ্ধার করেন।
ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীর মিরগঞ্জ এলাকার। পুলিশ জানিয়েছে, গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল ওই নারীরা তিনি বুন্দেলশহরের কন্যা। বিয়ের পর চলে এসেছিলেন বরেলীতে। গোসলের সময়ে আচমকা দুর্ঘটনার ফলে শ্বশুরবাড়িতেই তার মৃত্যু হয়েছে। বুধবার, বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় বাথরুম থেকে তার দেহ উদ্ধার করেন স্বামী এবং পরিবারের বাকিরা।
গিজার বিস্ফোরণ হলেও খুব বেশি শব্দ হয়নি তাতে। বাথরুমের বাইরে থেকে তা কারও কানেও যায়নি। বুধবার অনেক ক্ষণ পরেও তিনি বাথরুম থেকে না বের হলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু তার পরেও দরজা খোলেনি। এর পরেই বিপদ আঁচ করে স্নানঘরের দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন নারীর স্বামী।
দরজা ভেঙে দেখা যায়, বাথরুমের মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। পাশেই গিজারটি ভেঙেচুরে পড়ে রয়েছে।
:
পরিবারের দাবি, গিজারে যে বিস্ফোরণ হয়েছে, তা স্পষ্ট ছিল। দ্রুত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয়। তারা মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিক কী কারণে স্নানঘরে গিজ়ারটিতে আচমকা বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিয়ের পরেই নববধূর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।
এজেড
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]