logo
logo

ইতিহাস ডাকছে বাংলাদেশের ফুটবলকে, সামনে যে সমীকরণ

অনলাইন রিপোর্ট

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার মিশনে রোববার (১০ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। এইচ গ্রুপের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই ম্যাচটি।

পিটার বাটলারের শিষ্যরা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লিস্তেকে গোলবন্যায় ভাসিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন তরুণী ফরোয়ার্ড তৃষ্ণা। দুই ম্যাচ শেষে ১১ গোল করে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

এইচ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে শেষ ম্যাচে ড্র করলেই হবে বাংলাদেশের। তাতে করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক পর্যায়ে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে দলটি। আর জয় পেলে তারা গড়বে টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড। যা এই দলের জন্য একটি বড় মাইলফলক হবে।

এই অনূর্ধ্ব-২০ দলে আছেন জাতীয় দলের নয়জন খেলোয়াড়। সম্প্রতি জাতীয় নারী দলও এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তরুণীরা এখন পর্যন্ত টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে এগিয়ে চলেছে।

তবে গ্রুপ রানার্সআপ হলেও শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশের সম্ভাবনা। সেরা তিন রানার্সআপ দলের মধ্যেও সুযোগ রয়েছে চূড়ান্ত পর্বে ওঠার। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ। এই আসরে ১২টি দল অংশ নেবে, যেখান থেকে সেরা চারটি দল খেলবে ২০২৬ সালে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে।

সুতরাং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজকের ম্যাচটি শুধু একটি খেলা নয়, বরং একটি স্বপ্ন পূরণের লড়াই। যেখানে বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

undefined/news/sports/246412


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত