ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
2025-01-09T10:00:03.652Z
এক দিনের বিরতি শেষে আবারও ফিরেছে বিপিএল ক্রিকেট। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম দুই দল রংপুর ও বরিশাল। সিলেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান। আগে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে নতুন মাইলফলক ছুলেন তামিম ইকবাল।
আজ মাঠে নামার আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তিনি। তামিম ইকবাল সেই মাইলফলক ছুঁলেন ম্যাচের শুরুতেই। বিপিএলে রংপুরের বিপক্ষে ম্যাচে ৪০ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে ক্রিকেটে তামিম পূর্ণ করেছেন ৮ হাজার রান। টি-টোয়েন্টিতে ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রান পূর্ণ করলেন তামিম।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। তিনি করেছেন ১৪৫৬২ রান। ইনিংসের হিসাবে তামিমের চেয়ে দ্রুততম সময়ে ৮ হাজার রান ছুঁয়েছেন ৭ জন ব্যাটার। সবচেয়ে কম ২১৩ ইনিংস খেলে ৮ হাজার রান ছুঁয়ে সবার উপরে আছেন গেইল।
৭৯৯১ রান নিয়ে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিলেন তামিম। ম্যাচের ষষ্ঠ ওভারে মেহেদি হাসানকে চার মেরেই ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রান করলেন তামিম। বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তামিম।
তামিম ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ২৭২ ম্যাচে। এই সংস্করণে ৪টি সেঞ্চুরিসহ তার মোট রান এখন ৮০৩১ রান। তার স্ট্রাইক রেট ১২১.২৭, গড় ৩২.৯১। তামিম টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৭০১ রান করেছেন জাতীয় দলের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৭ রান করেছেন বরিশালের হয়ে বিপিএলে।