logo

সবচেয়ে কম ওভারে টেস্ট জয়ের রেকর্ড ইংল্যান্ডের

অনলাইন রিপোর্ট

2024-12-01T05:46:05.383Z

সাদা পোশাকের ক্রিকেটে সবথেকে কম ওভারে জয়ের রেকর্ডটা ছিল নিউজিল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে ১০৯ রানের লক্ষ্য ১৮.৪ ওভারে পেরিয়ে রেকর্ডটি গড়েছিল কিউইরা। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে এ রেকর্ড নতুন করে গড়েছে ইংল্যান্ড।

ভারত সফরে টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তবে সিরিজের শুরুটা ভালো হলো না কিউইদের জন্য। ক্রাইস্টচার্চে র এই ম্যাচ দিয়েই ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। তার প্রত্যাবর্তনটাও হয়েছে দারুণ। দুই ইনিংসেই তিনি রান পেয়েছেন। প্রথম ইনিংসে ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৬১। তবে কিউইদের সাবেক টেস্ট অধিনায়কের ব্যাট হাসলেও ম্যাচে শেষ হাসি হেসেছে ইংলিশরাই।

তৃতীয় দিনের খেলা শেষে ৪ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তবে চতুর্থ দিনে এসে আর সংগ্রহ খুব বেশি বাড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ ৪ উইকেটে আর ৯৯ রান যোগ করতেই শেষ হয় কিউইদের ইনিংস। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড হারিয়েছে দুই উইকেট। তবে অভিষিক্ত ব্যাটার জ্যাকব বেথেলের আগ্রাসী ফিফটি ও জো রুটের ওয়ানডে মেজাজে খেলা ১৫ বলে ২৩ রানের ইনিংসে ১২.৪ ওভারেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

আর তাতেই সবথেকে কম ওভারে টেস্ট জয়ের রেকর্ড গড়ে ইংলিশরা। একশ’র বেশি রানতাড়া করতে নেমে সবথেকে কম ওভার খেলে জয় তুলে নেয়ার রেকর্ড এটি।

logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত