ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ইংল্যান্ডের লিড
অনলাইন রিপোর্ট
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের এই ম্যাচ দিয়েই ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। তার প্রত্যাবর্তনটাও হয়েছে দারুণ। দুই ইনিংসেই তিনি রান পেয়েছেন। প্রথম ইনিংসে ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৬১। তবে কিউইদের সাবেক টেস্ট অধিনায়কের ব্যাট হাসলেও ম্যাচে শেষ হাসি হেসেছে ইংলিশরাই।
তৃতীয় দিনের খেলা শেষে ৪ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তবে চতুর্থ দিনে এসে আর সংগ্রহ খুব বেশি বাড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ ৪ উইকেটে আর ৯৯ রান যোগ করতেই শেষ হয় কিউইদের ইনিংস। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড হারিয়েছে দুই উইকেট। দলীয় ১ রানেই জ্যাক ক্রলি আউট হওয়ার পর বেন ডাকেটও নিজের ইনিংস বড় করতে পারেননি। তিনি ফিরেন ২৭ রান করেই।
তবে এ দুজন ফিরলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি বেন স্টকসের দলের। অভিষিক্ত জ্যাকব বেথেল ৩৭ বলে করেছেন ৫০ রান, এছাড়া জো রুটও খেলেছেন আগ্রাসী মেজাজে, ১৫ বলে করেছেন ২৩ রান। এ দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ১২.৪ ওভারেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
নিউজিল্যান্ডকে হারিয়ে ইংলিশ অধিনায়ক স্টোকস বলেন, ‘পুরো সপ্তাহে যেভাবে পারফর্ম করেছি তাতে খুবই খুশি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়েছিলাম, এরপর পছন্দমতো একটা লিড পাওয়া খুবই ভালো বিষয়। পুরোটা সময় আমাদের বোলাররাও পরিশ্রমী ছিল।’
undefined/news/sports/199881
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]