অ্যাডিলেইড টেস্টে যে তারকা ক্রিকেটারকে বাদ দিতে বললেন জনসন
অনলাইন রিপোর্ট
2024-11-30T11:30:03.768Z
ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মার্নাস লাবুশেনের। অস্ট্রেলিয়া দলে ৩ নম্বর পজিশনে নিজের জায়গা পাকাপোক্তই করেছেন লাবুশেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি ফর্মে নেই। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে পার্থে দুই ইনিংস মিলিয়ে লাবুশেন করতে পেরেছেন কেবল ৫ রান। এমন পারফর্ম্যান্সের পর সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেয়া উচিত বলে জানিয়েছেন অজিদের সাবেক তারকা পেসার মিচেল জনসন।
ভারতের বিপক্ষে পার্থ টেস্টে প্রথম ইনিংসে ৫২ বল খেলে লাবুশেন করেন ২ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি টিকতেই পারেন কেবল ৫ বল। দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন দুই পেসারের বলে। চলতি বছরে সাদা পোশাকে হাসেনি তার ব্যাট।
চলতি বছর ৬ টেস্টের ১২ ইনিংসে দুই ফিফটিতে লাবুশেনের রান করেছেন ২৪৫। এ বছর খেলা ৬ টেস্টে তার গড় ২৪.৫০ হলেও সবশেষে ১০ ইনিংসে তিনি রান করেছেন মাত্র ১৩.৬৬। এমন অফ ফর্মে থাকা লাবুশেনকে তাই অ্যাডিলেইড টেস্টের দল থেকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন মিচেল জনসন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে লেখা নিজের এক কলামে তিনি লিখেন, ‘মার্নাস লাবুশেন- ব্যাট হাতে দীর্ঘ বাজে ফর্মের পর অ্যাডিলেইডে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বাইরে রাখা উচিত। আর এটা পার্থে বাজেভাবে হারের জন্য কাউকে দায়ী করার জন্য নয়। এটা তাকে দেশের হয়ে খেলার চাপ থেকে দূরে রেখে শেফিল্ড শিল্ড ও ক্লাব ক্রিকেট খেলার সুযোগ দেবে। আমার মনে হয়, জাসপ্রিত বুমরাহদের বিপক্ষে টিকে থাকার চেষ্টা করার চেয়ে সেখানে গিয়ে আরও বেশি উপকৃত হবে সে।’
লাবুশেনের ভালোর জন্যই তাকে দল থেকে বাদ দেয়া উচিত জানিয়ে জনসন লিখেন, ‘লাবুশেনকে বাদ দেওয়ার অর্থ এই নয় যে, টেস্ট দলে তার দীর্ঘ ভবিষ্যত নেই বা সে তিনে ব্যাট করা ভুল খেলোয়াড়। আপাতত এই বাজে ফর্মের সময়ে তাকে আরও ভালো হতে হবে- যার অর্থ হলো বড় রান করা।’
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]