logo
logo

‘পৃথ্বীর জীবনে এই ধাক্কা দরকার ছিল’

অনলাইন রিপোর্ট

পৃথ্বী শ কে নিয়ে প্রত্যাশা ছিল ঢের। তাঁর নেতৃত্বে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছিল ভারত। ভারতীয় ক্রিকেটে পরবর্তী শচীন টেন্ডুলকার হবেন তিনি, এমনটাও ধারণা করেছিলেন অনেকেই। তবে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। জাতীয় দল থেকে তো বাদ পড়েছেন, এবার আইপিএলেও দল পাননি তিনি।

গত সাত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন পৃথ্বী শ। তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আইপিএলে পৃথ্বী আইপিএলে পৃথ্বী, রান করেছেন কেবল ১৮৯২। নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে না পারা এ ক্রিকেটারকে এবার আর ধরে রাখেনি দিল্লী, এরপর নিলামেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

ফলে ৭৫ লাখ ভিত্তিমূল্যের পৃথ্বীকে এবার আর দলে নেয়নি কোনো দল। আইপিএলে দল না পাওয়া পৃথ্বীর জন্য বেশ বড় এক ধাক্কাই। তবে তরুণ এই ক্রিকেটারের এ ধাক্কা দরকার ছিল বলে জানিয়েছেন দিল্লীর মালিক পার্থ জিন্দল।

পৃথ্বীকে কেনো ধরে রাখলো না দিল্লী এমন এক প্রশ্নের জবাবে জিন্দল বলেছেন, ‘জুনিয়র স্তরে পৃথ্বী খুব ভাল ক্রিকেটার ছিল। কিন্তু ও নিজেকে ভুল পথে চালিত করেছে। আমার মনে হয়, আমাদের ঠিক ভাবে বেড়ে ওঠার জন্য একটা ঝাঁকুনি বা ধাক্কার দরকার হয়। সেই ঝাঁকুনি বা ধাক্কাটা আমাদের ঘুম ভাঙায়। কারও কারও কিছুটা বড় হওয়ার পরও ঝাঁকুনি প্রয়োজন।’

দিল্লীর এই মালিক আরও বলেন, ‘কেউ যখন ছোট থেকে বার বার শুনতে থাকে, সে বিশেষ এক জন খেলোয়াড়, সেই সেরা প্রতিভা, তখন কিছু সমস্যা তৈরি হয়। একটি সংস্থা শ্চিন টেন্ডুলকার এবং বিরাট কোহলি ছাড়া শুধু ওকেই স্পনসর করে। এটা থেকেই বোঝা যায় ওর সম্পর্কে সকলের ধারণা কেমন ছিল।’

পৃথ্বীকে নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জিন্দল আরও বলেন, ‘কেউ ওকে ব্রায়ান লারার সঙ্গে তুলনা করত। কেউ তুলনা করত সচিনের সঙ্গে। ওকে ভবিষ্যতের সেরা ব্যাটার হিসাবে চিহ্নিত করা হত। এমন একটা পরিবেশে বেড়ে উঠেছে পৃথ্বী। মুম্বইয়ের সকলে ওকে নিয়ে ভীষণ আশাবাদী ছিল। এই বিষয়গুলোই সমস্যা তৈরি করেছে। আমার মনে হয় পৃথ্বীর এই ধাক্কাটা দরকার ছিল। গত বছর পর্যন্ত আইপিএলে দল ছিল। মুম্বইয়ের হয়ে সব ধরনের ক্রিকেট খেলছিল। আইপিএল খেলার শুরু থেকেই পৃথ্বী দিল্লিতে ছিল। কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি।’

তবে পৃথ্বীর ক্যারিয়ার এখনো ফুরিয়ে যায়নি বলেই মনে করেন জিন্দল। তাকে আবার নিজেকে প্রমাণ করার উপায়ও বাতলে দিয়েছেন জিন্দল। দিল্লীর মালিক বলেন, ‘পৃথ্বীকে কঠোর পরিশ্রম করতে হবে। ক্রিকেটকে আবার ভালবাসতে হবে ওকে। নেট থেকে শুরু করতে হবে। ফিটনেস ভাল করতে হবে। ওকে বুঝতে হবে কী কী ভুল করেছে। আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে পৃথ্বীকে।’

undefined/news/sports/199794


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত