logo

ফের রোনালদোর জোড়া গোলে জিতল আল নাসের

ফের রোনালদোর জোড়া গোলে জিতল আল নাসের

পুরান চাল ভাতে বাড়ে- প্রবচনটি বেশ প্রচলিত। দক্ষ, অভিজ্ঞ লোকের অভিজ্ঞতার কদর বোঝাতেই সাধারণত এ কথাটি ব্যবহার করা হয়। ফুটবল খেলায় সেই পুরনো চাল যেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৪০ ছুঁতে চললেও এখনো তার থামার নাম নেই, বরং ছুটে চলেছেন আরও দুরন্ত গটিতে।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিনি ৯০০ গোল করার মাইলফলক পেরিয়েছেন, এবার আছেন প্রথম ফুটবলার হিসেবে সহস্র গোল করার মাইলফলক ছোয়ার অপেক্ষায়। সহস্র গোল করার মাইলফলক যে ছুতেই হবে এমনটা অবশ্য মনে করেন না ক্যারিয়ারের গোধূলিতে থাকা রোনালদো, বরং ছুঁতে পারলে ভালো, আর তা না হলেও তিনিই থাকবেন ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার, এমনটাই বলেছিলেন তিনি।

১০০০ গোল করার বিষয়টাকে তেমন গুরুত্ব না দিলেও রোনালদো যেভাবে ছুটে চলেছেন তাতে এ লক্ষ্যে তিনি খুব দ্রুতই পৌঁছে যাবেন এমনটাই ধারণা করছেন তার ভক্ত-সমর্থকরা। পর্তুগীজ এই মহাতারকা সেরা ছন্দে আছেন। গত তিন ম্যাচে ৫ গোল করা সিআরসেভেন গতকালও পেয়েছেন জোড়া গোলের দেখা।

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। এরপর ক্লাবের জার্সিতে আল কাদিসিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি জালের দেখা পেয়েছিলেন। সবশেষ এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল গারাফার বিপক্ষে রোনালদো করেছেন জোড় গোল। এরপর গতকাল আল নাসের মাঠে নেমেছিল প্রো লিগের ম্যাচে।

গতকাল দামাকের বিপক্ষে এই ম্যাচে চেনা ছন্দে ছিলেন রোনালদো। আর দলের সবথেকে বড় তারকার ফর্মে থাকার সময়ে দামাককে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে আল নাসের। প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে দুই অর্ধে দুইটি গোল করেছেন সিআরসেভেন।

আল নাসেরকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেন রোনালদো। ম্যাচের ১৭ মিনিটে করা তার গোলটি অবশ্য এসেছে পেনাল্টি থেকে। এরপর ম্যাচের ৭৯ মিনিটে আরও এক গোল করেন তিনি। দামাকের বিপক্ষে জোড়া গোল করায় ক্যারিয়ারে পর্তুগীজ মহাতারকার মোট গোল এখন ৯১৫টি। চলতি বছর ৫০ ম্যাচে তিনি গোল করেছেন ৪২টি।

সৌদি প্রো লিগে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে আল নাসের। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল আছে দুইয়ে, তালিকার শীর্ষে আছে আল-ইত্তিহাদ, দলটির পয়েন্ট ৩০।

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত