logo

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই: আমীর খসরু

দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই: আমীর খসরু

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার দরকার নেই। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।’

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে।’

ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে জানিয়ে তিনি বলেন, কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয়।

আমীর খসরু বলেন, ‘১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তী সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। জাতি হিসেবে দেশকে যে স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে, আমরা যেনো সেখানে নিতে পারি। বিগত দিনে এমনটা ছিল না বলেই দৈত্য সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নয়। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে।

আমীর খসরু বলেন, যারা সংস্কারের কথা বলেন, বহু আগেই আমরা ৩১ দফা তুলে ধরেছি। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। সেই সরকার এই ৩১ দফা বাস্তবায়ন করবে। তাই বলছি, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই।

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত