logo

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হলেন সমাজী

অনলাইন রিপোর্ট

2024-12-19T05:45:05.909Z

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজী। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছেন তিনি।

বুধবার এক প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ না করার শর্তে যোগদানের তারিখ থেকে এহসানুল হক সমাজীর নিয়োগের মেয়াদ শুরু হবে।

এহসানুল হক সমাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র।

এর আগে অন্তর্বর্তী সরকারের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পান এহসানুল হক সমাজী। গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। তবে প্রধান পিপি পদে যোগদানে অপারগতা জানান তিনি। পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে ও ব্যক্তিগত বা পারিবারিক কারণে তিনি এ পদে যোগ দেননি বলে জানান।

logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত