logo

বাতিল হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ২০ কর্মকর্তার পাসপোর্ট

বাতিল হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ২০ কর্মকর্তার পাসপোর্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরগমন-১ শাখার উপসচিব মো. কামরুজ্জামান সম্প্রতি এই সিদ্ধান্তের বিষয়ে একটি চিঠি স্বাক্ষর করেছেন। তবে, যাদের পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে কয়েকজন বর্তমানে বিদেশে আছেন, আবার কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলাও রয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের বিশেষ শাখা (এসবি) এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসবির এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০ জন কর্মকর্তার নামের একটি তালিকা পাঠানো হয়েছে, যারা গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞার আওতায় এসেছেন।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক ২২ সেনা ও ২ পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছিল।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, সাবেক র‌্যাব প্রধান আব্দুল্লাহ আল মামুন এবং ড. বেনজীর আহমেদ, সাবেক র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফাত উদ্দিন আহমেদ, সাবেক র‌্যাব গোয়েন্দা পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র‌্যাব-৪ এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির এবং র‌্যাব-১০ এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান।

এছাড়া, সাবেক পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, সাবেক ডিবির ডিসি মশিউর রহমান, এবং সাবেক সিটিটিসি এডিসি তৌহিদুল ইসলামসহ বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এছাড়া, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম এবং সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকও এই তালিকায় অন্তর্ভুক্ত।

এ পদক্ষেপের মাধ্যমে, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত