বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি গ্রেফতার
অনলাইন রিপোর্ট
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রুজুকৃত মামলায় নাসির উদ্দিন আহমেদ ফেরদৌস (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
খিলগাঁও থানা সূত্রে জানায়, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন আহাদুল ইসলাম। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের গুলিতে আহাদুল গুরুতর আহত হন। আহত আহাদুল ইসলামকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলার অন্যতম আসামি ফেরদৌস। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
undefined/news/national/200764
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]