ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
2024-11-30T16:06:04.837Z
সম্প্রতি একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। সেখানে দাবি করা হয়, গত ৩ থেকে ৪ আগস্ট ক্যান্টনমেন্টে ‘ভারতের দালালদের’ সঙ্গে মিটিং করেছেন আসিফ নজরুল। আর এই অভিযোগ আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত ‘স্মৃতির মিনার: গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সভায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, ‘খুবই দুঃখ ও অবাক লাগে যখন দেখি আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে, আগস্টের ৩ থেকে ৪ তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে (সেনানিবাসে) ছিলাম। সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত।’
আইন উপদেষ্টা বলেন, ‘৩ আগস্ট রাতে মাহবুব মোর্শেদসহ (বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক) অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত ৯টা পর্যন্ত সেখানেই ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে ট্রিপল-ই বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছি। আশঙ্কা ছিল, আমাকে মেরে ফেলবে, না হলে গ্রেফতার করবে। আর ৪ আগস্ট সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে আমি অংশ নিয়েছি। যার অডিও আপনারা অনেকেই শুনেছেন। যেখানে আমি বলেছিলাম, আমাদেরকে মেরে ফেলতে পারে। কারণ, সবাই আমাদেরকে বলেছে পালিয়ে যেতে। তারপর সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। সবকিছুর একটা সীমা আছে।’
আসিফ নজরুল বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। একে অপরের কাজের সমালোচনাও করতে পারি। কিন্তু মিথ্যা কথা কেন বলব? আজগুবি গল্পের তো একটা সীমা থাকা দরকার। অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই কমবেশি হচ্ছে।
এর আগে, শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ‘পুলিশ, আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন ইলিয়াস হোসেন। ওই প্রতিবেদনটি প্রকাশ করতেই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।