logo
logo

ডিআরইউর সদস্য নির্বাচিত হলেন ঢাকা মেইলের বোরহান উদ্দীন

অনলাইন রিপোর্ট

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ের প্রধান প্রতিবেদক বোরহান উদ্দীন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ৭৬৬ ভোটে ৩নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন ের প্রধান প্রতিবেদক বোরহান উদ্দীন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন ৩৬৪ ভোট পেয়েছেন।

অন্য নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি গাযী আনোয়ার (৬৯৮ ভোট), যুগ্ম-সম্পাদক নাদিয়া শারমিন (৭২৩ ভোট), সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন (৫৫০ ভোট), অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক রফিক রাফি (৬৮৩ ভোট), নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী (৯০৭ ভোট), প্রচার সম্পাদক মিজান চৌধুরী (৭৮২ ভোট), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম (৬৩২ ভোট)।

বোরহান উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। সাংবাদিকতার যাত্রা শুরু ২০১০ সালের শেষদিকে। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে অনলাইন গণমাধ্যমেই বেশিরভাগ সময় কেটেছে। বার্তা ২৪ ডটনেট, নতুন বার্তা ডটনেট, ঢাকা টাইমস টুয়েন্টি ফোর ডটকমের পরে ২০২২ সালের মে মাস থেকে ের সঙ্গে আছেন। জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে রাজনীতি, নির্বাচন কমিশন ও শিক্ষা নিয়ে কাজ করছেন।

undefined/news/national/199837


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত