logo

থাই নৌকায় মিয়ানমারের গুলি, জেলে নিহত

থাই নৌকায় মিয়ানমারের গুলি, জেলে নিহত

মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে থাইল্যান্ডের ১৫টি মাছ ধরার ট্রলারে গুলি করেছে দেশটির নৌবাহিনী।

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে থাইল্যান্ডের এক জেলে গুলিবিদ্ধ হয়ে ডুবে মারা গেছেন। আটক করা হয়েছে ৩১ জেলেকে। খবর রয়টার্স ও ব্যাংকক টাইমসের।

শনিবার মিয়ানমারের জলসীমার সাত দশমিক চার থেকে ১০ দশমিক ছয় কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটেছে বলে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানান, মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১৫টি থাই মাছ ধরার ট্রলারের মধ্যে দু’টিতে গুলি করা হয়। ঘটনার সময় তিনজন জেলে পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদের মধ্যে একজন ডুবে মারা যান আর থাই নৌবাহিনী বাকি দুইজনকে উদ্ধার করে।

নৌকাগুলোর একটিতে ৩১ জন জেলে ছিলেন। তাদের সবাইকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। থাই নৌবাহিনী তাদের মুক্তির জন্য আলোচনা করছে বলে সাওয়াংসাং জানিয়েছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনডেস বালানকুরা জানান, তাদের মন্ত্রণালয়ও জেলেদের মুক্তির জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং এ ঘটনায় আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন ঘটেছে কি না, তা পর্যালোচনা করে দেখছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানোং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা আছে। এই প্রদেশটির মৎস বিভাগ থাই মাছ ধরার ট্রলারগুলোকে ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলেছে। ২০২১ সালে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে সংকটে আছে মিয়ানমার। জান্তা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করার পর থেকে দেশটিতে সশস্ত্র বিদ্রোহ দেখা দিয়েছে।

এমএমএস

July 2025

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত