ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারাবন্দি সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ওপর হামলা চালিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত কয়েকজন শিক্ষার্থী।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। তবে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে অল্প সময়েই পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নূরকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী তার ওপর হামলা চালান। পরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানসহ হাসপাতালের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তবে এক মাসের বেশি সময়ের এই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। আহত হন প্রায় ৩০ হাজার, যাদের একটি বড় অংশ শিক্ষার্থী।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত থাকে। এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের বাসা থেকে গ্রেফতার হন আসাদুজ্জামান নূর। বিশিষ্ট এই অভিনেতা ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জেবি
undefined/news/health/199793