পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনও নিখোঁজ ৬

অনলাইন রিপোর্ট
2025-08-10T05:05:02.108Z
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দু’জনের মরদেহ পতেঙ্গায় ভেসে এসেছে। ট্রলারডুবির ঘটনায় এখনও ছয় জেলে নিখোঁজ রয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। ভেসে আসা মরদেহ দুটি আজাদ ও ইদ্রিসের বলে শনাক্ত করেছেন তাদের সহকর্মীরা।
চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে পতেঙ্গায় একটি মরদেহ ভেসে আসার তথ্য পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। বেলা ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে উঠে বেঁচে ফেরেন ১১ জন। বাকি ৮ জন নিখোঁজ থাকেন।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]