ঢাকাসহ ১৩ জেলায় তাপপ্রবাহ, ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
অনলাইন রিপোর্ট
আবহাওয়া দফতরের মতে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানোরও সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এই সপ্তাহের শেষের দিকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়ীতে, যেখানে তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস।
undefined/news/country/219039
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]