ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২,টার দিকে চেরাগ আলী এলাকায় তুলার গুদামে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার রাত সোয়া ১২টায় আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।