logo
logo

নতুন বাংলাদেশে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই: ঢাবি উপাচার্য

অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন জাতিকে নতুন করে উদ্দীপনা জোগাবে। নতুন বাংলাদেশে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই বলেও জানান তিনি।

রোববার (০১ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে র‍্যালির আয়োজন করে ঢাবি কর্তৃপক্ষ।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা।

র‍্যালি শেষে ঢাবি উপাচার্য বলেন, গণ-অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়েই আগামীতে কাজ করতে হবে। আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধ থেকে কাজ করবে।

সকল বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে দেশ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নিয়াজ আহমেদ খান।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

/এএস

undefined/news/country/199894


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত