নাটোরে খেলার মাঠে খেলোয়াড়ের মৃত্যু
অনলাইন রিপোর্ট
নাটোরে রাত্রীকালী ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠে রাব্বি হোসেন(২১) নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
মৃত রাব্বি হোসেন(২১)নাটোর সদর উপজেলার চৌগাছি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি খেলার পাশাপাশি দিনমজুরের কাজ করতেন।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে চৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শেষদিনে শনিবার রাতে চৌগাছে দলের পক্ষে খেলায় নামেন রাব্বি। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাব্বি বুকে ব্যথার অনুভব করেন। এরপর কিছুক্ষণ পরই অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার স্থানীয় আমজাদ হোসেন খান চৌধুরি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে উন্নত চিকিৎসারর জন্য চিকিৎসক দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান কে বলেন, কোনো অভিযোগ নেই বলে নিহতের বাবা থানায় এসে লিখিত দেন। পরে তার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
undefined/news/country/199879
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]