কলাপাড়ায় ৩ বাস থেকে ২৫ মণ জাটকা জব্দ
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় জাটকা পরিবহনের দায়ে তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকা থেকে এ মাছের ডোল জব্দ করা হয়েছে।
আটককৃত বাস তিনটি হলো, আর পি পরিবহন, মর্ডান পরিবহন ও সিলাইন।
গতকাল (৩০ নভেম্বর) রাত দশটায় অবৈধ মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা ও উপস্থিত জনতার মাঝে বিতরণ করা হয়। অবৈধ মাছ বহনের দায়ে আর পি পরিবহন, মর্ডান পরিবহন ও সি লাইন নামে তিনটি পরিবহনের চালককে পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৭টি ডোলে অন্তত ২৫ মণ নিষিদ্ধ জাটকা জব্দ করেছি। এর সঙ্গে অন্তত শতাধিক বৈধ মাছের ডোল ছিল সেগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছি। এগুলো পরিবহনের দায়ে গাড়ির চালক ও হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
December 2024
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]