যমুনায় ভাসছিল সাবেক ইউপি সদস্য বিএনপি নেতার লাশ
অনলাইন রিপোর্ট
জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা আব্দুল হাইয়ের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপ্রতি এলাকা থেকে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ।
পরে লাশটি বাহাদুরাবাদ নৌথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।
পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন। রাতে বাড়ি ফেরেননি তিনি।
শনিবার (৩০ নভেম্বর) সকালে প্রজাপ্রতি এলাকার লোকজন যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে ইসলামপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেঁচানো সাবেক ইউপি সদস্য আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে।
ওসি সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্যের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু জানান, আব্দুল হাই মেম্বার পাথরশী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন। নিহত আব্দুল হাই মেম্বারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।
নিহত আব্দুল হাই পাথরশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও শশারিয়াবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
undefined/news/country/199856
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]