logo

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৪

অনলাইন রিপোর্ট

2024-11-30T18:32:04.107Z

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিচয় জানা যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও আহতরা জানান, শনিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড, চৌদ্দগ্রাম বাজার ও ফকির বাজারের উদ্দেশ্যে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৫৫৪) দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের ধুমড়ে-মুচড়ে যায়। এতে একজন নিহত ও চারজন আহত হন।

আহতরা হলেন— চান্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে ভনু চক্রবর্তী (৪০), তরুণ চক্রবর্তী (৪৬), সম্পন্ন চক্রবর্তী(৯) ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হক (২৪)।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানা সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত