logo
logo

গাজীপুরে বাস চাপায় নিরাপত্তা কর্মী নিহত, ৪ বাসে আগুন

অনলাইন রিপোর্ট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় বাস চাপায় একটি কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তারগাছ এলাকায় বাস চাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালায়। এক পর্যায়ে চারটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা।

গাছা থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, বাস চাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দেবে —এসময় জনতা হামলা করে। তাই ফায়ার সার্ভিস কাজ করতে পারেনি। তারা ঘটনাস্থলে অবস্থান করছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এসময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

undefined/news/country/199845


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত