logo

‘ভারতকে মোকাবিলায় পাইলট ফিসের মতো নিরাপত্তা গড়ে তুলতে হবে’

‘ভারতকে মোকাবিলায় পাইলট ফিসের মতো নিরাপত্তা গড়ে তুলতে হবে’

ভারতের ষড়যন্ত্রের মোকাবিলায় টিকে থাকতে হলে আমাদেরকে পাইলট ফিসের মতো নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, হাঙর যখন ওই ক্ষুদ্র প্রচণ্ড কাঁটাযুক্ত মাছ গিলে ফেলে তখন এর কাঁটাগুলো ভেতরের পর্দাগুলো ছিন্নভিন্ন করে দেয়। আমাদের এ রকম নিরাপত্তা জোরদার করতে হবে। 

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস) যৌথভাবে এ গোল টেবিল বৈঠক  আয়োজন করে। এতে অন্যতম বিশিষ্ট প্যানেল আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৈঠকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বলেন, ভারত অনেক বড় দেশ হলেও ২০ কোটি মানুষের এই দেশ জাতি হিসেবে ছোট নয়। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ভয়ংকর স্বৈরাচারকে যে হঠাতে পেরেছি এটাই তার বড় প্রমাণ। তাই ভারতের আগ্রাসন মোকাবেলায় আমাদেরকে জুলাই বিপ্লবের মতোই ঐক্যবদ্ধভাবে হতে হবে।

তিনি ইসকনের নানা অপকর্মে ভারত প্রকাশ্যেই সমর্থন ও উসকানি দিচ্ছে অভিযোগ করে বলেন, ইসকন ৯০ ভাগ মানুষের ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে প্রকাশ্যে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। খোদ ভারতের নেতৃবৃন্দ তাদেরকে উসকানি দিয়ে যাচ্ছে যা খুবই প্রণিধানযোগ্য।

তিনি আরও বলেন, ইসরাইল আমাদের চেয়ে ৬ ভাগের একাংশ। কিন্তু প্রযুক্তি ও শক্তিশালী সামরিক বিভাগ ব্যবহার করে তারা তাদের চেয়ে অনেক বড় আরব দেশগুলোর মাঝে টিকে রয়েছে। আমাদেরকেও এই রকম শক্তিশালী নিরাপত্তা গড়ে তুলতে হবে। এজন্য আমাদের রাজনৈতিক নেতাদেরকে দলমত নির্বিশেষে জাতিয় ঐক্য গড়ে তুলতে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. এস এম আসাদুজ্জামান রিপন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।

গোল টেবিল বৈঠকটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম জসিম উদ্দিন।

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত