‘আন্দোলনে নিহত শহীদদের আমরা কোনোদিন ভুলতে পারবো না’
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সংগীতশিল্পী বেবী নাজনীন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আমরা কোনোদিন ভুলতে পারবো না। তারা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। কারণ তাদের আন্দোলনের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
শনিবার (৩০ নভেম্বর) সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বেবী নাজনীন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচারের। আমি সাধ্যমতো শহীদ পরিবারের পাশে থাকবো।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়াকে স্মরণ করে বলেন, আমি নিজ জন্মভূমি সৈয়দপুরের জন্য কিছু করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই আমি মেনেই কাজ করবো। তবে নির্বাচনের বিষয়টি এখনও আসেনি। তবে দলের নীতি নির্ধারকরা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মেনেই এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া চাই।
বেবী নাজনীনের আগমনকে কেন্দ্র করে বিএনপি দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বেবী নাজনীন পরে স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং পরিবারের খোঁজখবর নেন। এরপর তার পৈতৃক ভিটা সৈয়দপুর শহরের সরকারপাড়া বাসায় যান।
January 2025
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]