logo
logo

মাছের উৎপাদন বাড়াতে অভয়ারণ্য বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অনলাইন রিপোর্ট

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য উৎপাদন বাড়াতে মাছের অভয়ারণ্য বাড়াতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুরের গংগাচড়া উপজেলার কচুয়া বাজারে কেএন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কীভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে। মৎস্যজীবীদের সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখতে হয়। এই সময় সরকার তাদের সহায়তা প্রদান করে। মাছের উৎপাদন বাড়াতে অবৈধ জাল বন্ধে শুধু জেলা প্রশাসনকে কাজ করলে হবে না, যৌথভাবে সবাইকে কাজ করতে হবে। তাহলে আমাদের মৎস সম্পদ বাড়বে। আর মৎস সম্পদ বাড়লে দেশের মানুষের মাছের চাহিদা পূরণ হবে।

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন তিস্তা নদীরক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, প্রাণিসম্পদ অধিদফতর রংপুরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদফতর রংপুরের উপপরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ।

গণসমাবেশে স্থানীয় মৎস্যজীবী, প্রান্তিক খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

undefined/news/country/199829


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত