logo
logo

মানিকগঞ্জে পুলিশের ভাইভা পরীক্ষায় গ্রেফতার ৩

অনলাইন রিপোর্ট

মানিকগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের প্রত্যেকের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাত কেউ।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ পুলিশ লাইনে মৌখিক পরীক্ষার নিয়োগ বোর্ডের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য উত্তর দেওয়ায় বোর্ড সদস্যদের এই তিন প্রার্থীর প্রতি সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাতক কেউ- এ বিষয়টি স্বীকার করেন তারা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান (১৯); রোল নং-৪৯১০৪৬৩, মতিন খানের ছেলে মো. ইসমাইল খান (১৮); রোল নং-৪৯১০৭৫২, নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন(১৮); রোল নং-৪৯১০৭৭৪।

পুলিশ জানায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার সকালে পুলিশ লাইনে ভাইভা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন।

পুলিশ আরও জানায়, লিখিত পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে অজ্ঞাত একটি চক্র। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

undefined/news/country/199825


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত