logo

নওগাঁয় বিজিবির অভিযানে ৬ মহিষসহ কারবারি আটক

অনলাইন রিপোর্ট

2024-11-30T13:44:04.489Z

নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জওয়ানরা ৬টি মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে। 

শনিবার (৩০ নভেম্বর) ১৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্য রেখা থেকে ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বেজোড় মোড় নামক স্থানে বিজিবি জওয়ানরা অভিযান চালায়। এসময় বড় আকৃতির অবৈধ ৬টি মহিষ ও মহিষ বহনকারী একটি গাড়িসহ ফারুক হোসেন নামে এক চোরাকারবারি হাতেনাকে আটক হয়। আটক ফারুক হোসেন পোরশা উপজেলার সোভাপুর গ্রামের বাসিন্দা। অভিযান টের পেয়ে অন্য আরো ১০ চোরাচাকারবারি পালিয়ে যায়।

এঘটনায় জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের ও আটককৃত মহিষগুলো ত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। একইসঙ্গে পলাতক আসামিদের  ধরতে তৎপরতা চলছে বলে জানানো হয়েছে।

logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত