logo

শীতের সন্ধ্যায় ঢাকায় বৃষ্টি-বাতাস

শীতের সন্ধ্যায় ঢাকায় বৃষ্টি-বাতাস

সাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজালে’ পরিণত হওয়ায় আজ সন্ধ্যার পর থেকে রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে রয়েছে বাতাসও। এতে শীতটা যেন একটু বেশি অনুভূত হচ্ছে নগরবাসীর।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর থেকেই আকাশ প্রায় অন্ধকার হয়ে পড়ে। চারদিক ঢেকে ফেলা মেঘের মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তেজ তেমনটা ছিল না।

বিকেল ৪টার পর থেকে পুরান ঢাকার চকবাজার, মগবাজার, কারওয়ানবাজার, মালিবাগ, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় শীতল বাতাস বয়ে যেতে থাকে। দু-এক ফোঁটা বৃষ্টির চিহ্ন দেখা গেলেও পরক্ষণে থেমে যায়। তবে সন্ধ্যা ৫টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে পথচারী যানবাহনের যাত্রী বেকায়দায় পড়েন। আগাম প্রস্তুতি না থাকায় অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। দোকান গুটিয়ে নিচ্ছেন ফুটপাতের দোকানিদের। অনেক রিকশাচালক যাত্রী না নিয়ে নিজেই রিকশার ভেতর গুটিসুটি মেরে বসে রয়েছেন।

এদিকে, ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে আবহাওয়া অধিদফতরের দেয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

/এএস

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত