logo

মিরসরাইয়ে কয়েলের আগুনে নিঃস্ব ৩ পরিবার 

মিরসরাইয়ে কয়েলের আগুনে নিঃস্ব ৩ পরিবার 

চট্টগ্রামের মিরসরাইয়ে কয়েলের আগুনে ৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টায় মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকার পিয়া অটো ব্রিকস কারখানার পাশে রহিমের নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো ওই বাড়ির আব্দুল হাকিমের পুত্র আবদুল রহিম, আকতার হোসেন ও আনোয়ার হোসেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছেন এতে তাদের নগদ টাকা, আসবাবপত্র পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আব্দুর রহিমের স্ত্রী শাহানা আক্তার বলেন, শুক্রবার রাতে খাবার খেয়ে আমরা সবাই শুয়ে পড়ি। হঠাৎ করে পাশ্ববর্তী ঘর থেকে দাও দাও করে আগুন আমাদের ঘরে লেগে যায়। তখন আমরা তড়িঘড়ি করে আমার অসুস্থ স্বামীকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাই। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই। 

তিনি আরও বলেন, অল্প অল্প করে তৈরি করা স্বপ্ন মূহুর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আগুনে নগদ টাকা, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা  ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে পাশ্ববর্তী ঘরগুলো রক্ষা করতে পেরেছি। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত