‘নাটোর উন্নয়নে রাজনৈতিক নেতারা তেমন ভূমিকা রাখতে পারে নাই’
অনলাইন রিপোর্ট
2024-11-30T11:28:09.275Z
নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মানাফ বলেছেন, নাটোরের উন্নয়নে রাজনৈতিক দলের নেতারা তেমন ভূমিকা রাখতে পারে নাই। করতে না পারা এটা অপরাধ বলছি না। যখন নাটোরে প্রথম এমপি পটল ভাই। তখন তিনি নাটোরের যে উন্নয়নে প্রশ্রুতি দিয়েছেন, তিনি তা বাস্তবায়ন করেছেন। এরপর দুলু সাহেব মন্ত্রী হয়ে রাস্তা-ঘাট করেছেন। শেষে কুদ্দুস সাহেব এমপি মন্ত্রী হয়ে তেমন কোনো উন্নয়ন করেনি, আমি দেখিনি। আহাদ সাহেব মন্ত্রী হয়ে নাটোরের জন্য কোনো উন্নয়ন করেননি।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের লালবাজার এলাকায় চেম্বার ভবনে ব্যবসায়-বাণিজ্য এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত কমিটি মতবিনিময় সভা সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেম্বারের সভাপতি বলেন, আমরা বার বার বিসিক শিল্পনগরী প্রসস্ত করতে বার বার দাবি করে আসছি। কিন্তু কোনো বাস্তবায়ন দেখিনি। আমরা চাই নাটোরে শিল্পয়ান ও ইন্ডাস্ট্রি হোক। নাটোরের হাজার হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থানের সৃষ্টি হোক। বেকারত্ব দূর হোক।
তিনি আরও বলেন, আমাদের নাটোরের শিল্পসচিব রয়েঠেন। তার বাড়ি নাটোরের সিংড়ায়। তিনি নাকি নাটোরের বিসিকের একাংশ সিংড়ায় নিয়ে যাবেন। এটা কি সম্ভব। তিনি নাটোরের সচিব হয়ে কিছুই করেননি। নাটোরের কত সচিব ছিলেন- তারা নাটোরের জন্য কিছুই করেননি। তারা পরিচয়ও দিতেন না ত্দের বাড়ি নাটোরে।
চেম্বারের সহ-সভাপতি প্রদীপ আগরওয়ালা বলেন, একটি শিল্পয়ান করতে গেলে ১০/১২ প্রতিষ্ঠানেরর অনুমতি নিতে হয়। সেজন্য বছরের পর বছর সেই সব প্রতিষ্ঠানে ঘুরতে হয়। শিল্পয়ানের সব চেয়ে বড় জুটিলতা হচ্ছে আমলাতান্ত্রিক সমস্যা। আমলাতান্ত্রিক কারণে বার বার বাঁধার মুখে পড়তে হয়েছে। সেজন্য ক্ষমতাবান রাজনৈতিক দলের ক্ষমতা ব্যবহার করতে হয়। তা আমাদের সবার পক্ষে সম্ভব নয়। নাটোরে একোনোমিক জোনের কার্যক্রম চলছিল। কিন্তু রাজনৈতিক নেতাদের ঠেলাঠেলিতে হয়নি। এক নেতা বলে তার এলাকায় হবে, অন্য নেতা বলে তার এলাকায় করতে হবে। এ ঠেলাঠেলিতে শেষে তা আর হলো না। এতে আমরা ও সাধারণ মানুষ বঞ্চিত হলো।
এসময় সাংবাদিকরা বলেন, নাটোরের উন্নয়নের জন্য সবচেয়ে বড় প্রয়োজন গ্যাস। যা নাটোরের ওপর দিয়ে গেলও নাটোরবাসী এ থেকে বঞ্চিত হয়েছেন। সেই সময় সরকারে থাকা ব্যক্তিরা নাটোরের উন্নয়নে নজর দেননি। নাটোরের উন্নয়নের বার বার সাংবাদিকরা পাশে থেকে কাজ করেছে। বড় বড় ইন্ডাষ্ট্রি হবার কথা থাকলে তা হয়ে উঠেনি। ভবিষতে যেকোনো উন্নয়নে নাটোরেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন বলে জানান।
সভায় বক্তব্যে রাখেন-চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শেখ এমদাদুল হক আল মামুন, পরিচালক হাবিব আহসান বাবু, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন, ইউনাইটড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক ডইলী অবজারভারর এস এম সদরুল হুদা ডভিড, এনটিভি’র হালিম খান, সময় টিভি’র আল মামুন, দেবাশীর্ষ কুমার সরকার, সুফি সান্টু প্রমুখ।
প্রতিনিধি/ এজে
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]