দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

দিনাজপুরে তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় দুই কিলোমিটার। চলতি মৌসুমে দিনাজপুরে আজই তাপমাত্রা সর্বনিম্ন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুরের আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ পঞ্চগড়ের তেতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। ডিসেম্বর মাসে শীতের তীব্রতা আরও বাড়বে। সেই সঙ্গে বয়ে যেতে পারে কয়েকটি শৈত্যপ্রবাহ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়ছে। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো জেলায় ঘন কুয়াশা, উত্তর দিক থেকে আশা হিমেল বাতাস ও কনকনে শীত বিরাজ করে। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে।
গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ যুবুথুবু হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষকে কাজের জন্য ঘর থেকে বের হতে দেরি হচ্ছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর শীতবস্ত্রের দামও অনেক বেশি।
শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান জানান, শীতজনিত রোগে শিশু ও বয়স্ক মানুষ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। নদী তীরবর্তী এলাকাবাসী শীতে বেশি কষ্ট পাচ্ছেন।
July 2025
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]