কুষ্টিয়ায় ১২ লাখ টাকা মূল্যের কোকেনসহ ভারতীয় ১৪ মহিষ জব্দ

অনলাইন রিপোর্ট
2024-11-30T10:32:04.512Z
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের কোকেনসহ ১৪টি ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার উদয়নগর ও চরচিলমারী সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
এসময় দুইশ গ্রাম কোকেন উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
এছাড়াও মালিকবিহীন অবস্থায় ৫টি মহিষও উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার অভিযান চালিয়ে আরও ৯টি মহিষ উদ্ধার করে বিজিবি।
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত