logo

৬ কিলোমিটার রাস্তায় তালের বীজ রোপণ করলেন ইউএনও

৬ কিলোমিটার রাস্তায় তালের বীজ রোপণ করলেন ইউএনও

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে রাস্তার দুপাশে প্রায় ছয় কিলোমিটারজুড়ে তালের বীজ রোপণের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।

তিনি নিজ উদ্যোগে উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন বাড়ি থেকে তালের বীজ সংগ্রহ করেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে স্থানীয় হারজি গ্রামের মিরুখালী রাস্তার দুপাশে তালবীজ রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, উপজেলা বন কর্মকর্তা সুরেষ চন্দ্র মিস্ত্রী, সাংবাদিক রফিকুজ্জামান আবির, ইসরাত জাহান মমতাজ, গাজী মাসুদ প্রমুখ।

সম্প্রতি মঠবাড়িয়া থেকে মিরুখালী সড়কের হারজি নামক স্থানে সড়ক উন্নয়ন কাজে সড়কের দুই পাশের বৃক্ষ নিধন করা হয়। এতে কয়েক হাজার বৃক্ষ উজাড় হয়। ফলে ছায়া ঢাকা সড়কটি বৃক্ষহীন হয়ে পড়ে। এ কারণে উপজেলা নির্বাহী অফিসার ছয় কিলোমিটার সড়কের দুই পাশে তাল বীজ রোপণের উদ্যোগ নেন। গত কয়েক মাস ধরে উপজেলা বন কর্মকর্তার সহায়তায় গ্রামের গৃহস্থ বাড়ি বাড়ি গিয়ে তাল বীজ সংগ্রহ করেন। এই বীজ প্রক্রিয়াজাত করে রাস্তার দুই পাশে ছয় কিলোমিটারজুড়ে রোপণ করা হয়।

হারজি গ্রামের কৃষক হাশেম আলী বলেন, সম্প্রতি রাস্তাটি প্রশস্ত করণের কাজের জন্য কয়েক হাজার বৃক্ষ উজাড় হয়। এ তাল বীজ থেকে গাছ হলে সড়কের মাটির ক্ষয় রোধ হবে। সময়ের ব্যবধানে বজ্রপাত রোধে যেমন ভূমিকা রাখবে অন্যদিকে শোভা বর্ধন করে বিনোদনও দিবে এলাকাবাসীকে। ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানাই।

সাংস্কৃতিক কর্মী শিবু সাওজাল জানান, আমাদের উপকূ‌লে ঘূর্ণিঝড়, তীব্র বাতাস ও ভারী বৃষ্টি বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটে। নানা করণে আমাদের তালগাছ উজাড় হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানী ঘটনা ঘটে। উঁচু বৃক্ষ বজ্রপাত কমাতে সাহায্য করে। বিশেষ করে তালগাছ বজ্রপাত থেকে রক্ষায় বেশি ভূমিকা রাখে। তালগাছে কার্বনের পরিমাণ বেশি থাকে। বিশেষ করে তালগাছের বাকলে কার্বনের উপস্থিতি বেশি। যা বজ্রপাতের প্রভাবকে কমিয়ে দিতে সক্ষম। তাই আমাদের এলাকার প্রতিটি রাস্তার পাশে তাল গাছ রোপণ করা উচিত।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, বজ্রপাত থেকে পরিত্রাণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে রাস্তার পাশে তালের চারা রোপণ করা উচিত। এ উদ্যোগ আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত