logo

পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল, সম্পাদক বিপ্লব

অনলাইন রিপোর্ট

2024-11-30T10:16:09.008Z

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৬) অধ্যাপক রেজাউল করিমকে সভাপতি ও বদিউজ্জামাল বিপ্লবকে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা শহরের লতিফ টাওয়ারের কাশমেরী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এই কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মজিবুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, হাফেজ আমিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মালেক,শহীদুল ইসলাম, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, ফরিদা ইয়াসমিনকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ সাংগঠনিক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, প্রচার সম্পাদক মোস্তফা কামাল মানিক, ট্রেড ইউনিয়ন আমিনুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক  হাফেজ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কুদরত উল্লাহ,সাংস্কৃতিক সম্পাদক আবু জার গিফারী, আইন আদালত দেলোয়ার হোসেন, সাহায্য ও পুনর্বাসন ডা.মনিরুজ্জামানকে মনোনীত করা হয়।

সদস্যরা হলেন- মির্জা শহীদুল ইসলাম, শহিদুল ইসলাম,  সিরাজুল ইসলাম, আব্দুল মোনায়েম, সারোয়ার হোসাইন, মঞ্জুরুল আলম, রাকিবুল ইসলাম, জাহাঙ্গীর কবির, আব্দুর রউফ,  কামরুজ্জামান, শামীমা পারভীন লাভলী,আয়েশা খাতুন, রোস্তম আলী মোল্লা ( সুজানগর), কুতুব উদ্দিন (আটঘরিয়া), মান্নান সরকার,  রহিম পাঠান( ঈশ্বরদী), ইমরান মাসুদ আমিন উদ্দিন (সাঁথিয়া), আব্দুর রাজ্জাক,  কাওছার আহমেদ, আবু সাঈদ (সদর) আব্দুল মালেক( ভাঙ্গুড়া), লালচাঁদ বাদশা, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম,  তরিকুল ইসলাম, ইকরামুল হক বাচ্চু, বকুল হোসেন, নাজমুল হক, হাফেজ সাজেদুর রহমান। 

সম্মেলনে নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন। এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মো. রেজাউল করিম।

শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বদিউজ্জামাল বিপ্লবের সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনার উপদেষ্টা ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো ইকবাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সভাপতি জিয়াউল হক জিয়া,নাটোর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেল হোসেন। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত