ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
চলছে হেমন্তকাল। প্রকৃতিতে বিরাজ করছে শীতের আমেজ। কাগজে কলমে শীতকাল শুরু হতে আরও ১৫ দিন বাকি। তবে এর মধ্যেই উত্তরাঞ্চলের অনেক এলাকায় জেঁকে বসেছে শীত। সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। ডিসেম্বরের মাঝামাঝিতে সারাদেশেই শীতের দাপট শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এর পর সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। বাড়তে পারে শীতের অনুভূতি। পাশাপাশি ডিসেম্বরের শুরুতেই কয়েক বিভাগে বইতে পারে শৈত্যপ্রবাহ।
এদিকে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা শুধু কমছেই। বিগত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা ১৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। গতকালের তুলনায় আজ আজ শনিবার (৩০ নভেম্বর) তাপমাত্রা আরও কমে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার আবহাওয়াবিদ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ভারতের উত্তর তামিলনাড়ুতে আঘাত করবে ‘ফিনজাল’। ঘূর্ণিঝড়টি এখন চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে।
ঘূর্ণিঝড় ফিনজালের পর সারাদেশে শীতের অনুভূতি তীব্র হতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে তিন মাসের (নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি) পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে, এতে শীতের অনুভূতি বাড়তে পারে।
এবারের শীত মৌসুমে দেশে আট থেকে ১০টি মৃদু (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ড. মল্লিক বলেন, দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয় পেছনের কয়েক বছরের গড় করে। যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বিগত ৩০ বছরের পরিসংখ্যানের গড় করা হয়েছে। তিনি দীর্ঘমেয়াদী পূর্বাভাসের চেয়ে সাম্প্রতিক পূর্বাভাস অপেক্ষাকৃত বেশি কার্যকরী বলেও মন্তব্য করেন।
জেবি