logo
logo

মুন্সিগঞ্জে মহাসড়কে গুলি করে অজ্ঞাত নারীকে হত্যা

অনলাইন রিপোর্ট

ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকার সার্ভিস সড়কে গুলি করে এক নারীকে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়।

মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্টা করলেও এখন পর্যন্ত হয়নি পরিচয় শনাক্ত।

পুলিশের ধারণা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুলি করে মধ্য বয়সী (৩৫) ওই নারীকে হত্যা করা হয়েছে। 

শনিবার সকাল ৮টার দিকে সড়কে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেঁটে এগোতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে বলে জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

এদিকে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, সকালে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করি। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ওই নারীকে গুলি করে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে রহস্য উদ্ঘাটন ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

undefined/news/country/199782


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত