logo

কলমাকান্দায় বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প 

অনলাইন রিপোর্ট

2024-11-30T09:02:05.986Z

নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই সেখানে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় ২৫০০ রোগী রেজিস্ট্রেশন করেন।

বেলা ১১টার দিকে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা প্রদান করেন। তখন রোগীদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ওষুধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রোগীদের চিকিৎসাসেবায় আটজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এসেছিলেন। রোগীদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ওষুধ দেওয়া হয়েছে। 

logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত