logo
logo

শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন রিপোর্ট

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালের দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ একই গ্রামের ওমর ফারুকের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে শিশুটির পরিবারের লোকজন অন্যান্য দিনের মতো সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এদিকে আনুমানিক সাড়ে দশটার দিকে শিশুর জেঠি রশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর মরদেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে এবং দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ওমর ফারুকের ছেলে শিশু আব্দুল্লাহ মারা গেছেন। ছোট্ট এ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

undefined/news/country/199775


logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত