ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
2024-11-30T08:20:04.797Z
দিনাজপুরের বোচাগঞ্জে জানাজার নামাজে যাওয়ার সময় ইজিবাইক দুর্ঘটনায় মো. হোসেন আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় মা, শিশু ও অটোরিকশা চালক আহত হয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) সকালে বোচাগঞ্জ পীরগঞ্জ সড়কের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. হোসেন আলী কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের বাসিন্দা।
বোচাগঞ্জ থানার পুলিশ জানায়, মো. হোসেন আলী ইজিবাইকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি জানাজা নামাজে অংশ নেয়ার জন্য যাচ্ছিল। পথে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে মো. হোসেন আলীসহ অটোরিকশা চালক ও অপর দুই আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও ইজবাইক রিপন (২৮), যাত্রী মোছা. জরিনা (৪০) ও তার শিশুপুত্র আব্দুর রহমানকে (৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।