রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজশাহীতে ট্রেনের নিচে কাটা পড়ে আর্জিনা বেগম (৫২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আর্জিনা বেগম জেলার চারঘাট উপজেলার কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন।
পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।
তিনি বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন, তাই কোনো আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
September 2025
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]