জামালপুরের বেসরকারি হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে বেসরকারি হাসপাতাল এম এ রশিদ হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় শহরের বকুলতলায় জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পি, এম এ রশিদ হাসপাতালে পরিচালক ডা. মিজানুর রহমান, হযরত শাহজালাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এম এ রশিদ হাসপাতালের হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদি হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
জামালপুর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক বলেন, এ ঘটনায় ৪ জনকে নামীয় ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
July 2025
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]