logo

‘স্বৈরাচার আ.লীগের দুষ্টচক্র যেন দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে’

‘স্বৈরাচার আ.লীগের দুষ্টচক্র যেন দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে’

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফকির মাহবুব আনাম ফকির (স্বপন ফকির) বলেছেন, সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের দুষ্টচক্র যেন দলের ভেতরে অনুপ্রবেশ না করে তা খেয়াল রাখতে হবে। এটা তারেক জিয়ার নির্দেশ।

তিনি বলেছেন, দলের পদ-পদবি ছাড়া কোনো নেতার পেছনে জোট পাকিয়ে অন্য দলের লোক ঢুকিয়ে দল ভারি করার অপরাজনীতি কঠোরভাবে প্রতিহত করা হবে। আমার নেতা তারেক জিয়া আপনাদের জন্য মোট ৩১টা সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন। তার মধ্যে মহিলাদের জন্য পারিবারিক কার্ডের ব্যবস্থা অন্যতম।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো জন মানুষের দল। ধনবাড়ী উপজেলা পরিষদ আমার হাত দিয়ে প্রতিষ্ঠিত। আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ধনবাড়ী উপজেলা করে দিয়েছেন। এখানে উপস্থিত মা বোনেরা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন। বেগম খালেদা জিয়া খুব শিগগিরই চিকিৎসা নিতে বিদেশে যাবেন। আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। এতো দিন মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। কিন্তু এখন সুযোগ এসেছে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার। আমাদের নেতা তারেক জিয়া জনগণের জন্য যে সব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তা পূরণ করতে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।

জনসভায় পাইস্কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবাহান, মধুপুর পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

December 2024

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
ভারপ্রাপ্ত সম্পাদক: এম এইচ মামুন
অস্থায়ী কার্যালয়: সিদ্দিক ম্যানশন, পুরানাপল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]
মুক্তকলাম © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত