গাজীপুরে ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা, লিফলেট বিতরণ
ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ রোধে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে গাজীপুরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে টঙ্গীর গুটিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসীর সচেতনতা বাড়াতে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে।
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল (অব.) ডা. একে খান জিলানী, ভাইস প্রিন্সিপাল প্রফেসর হাবিব সাদাত চৌধুরী, প্রফেসর ফাতেমা খান মজলিস।
বক্তারা বলেন, ঢাকের পার্শ্ববর্তী টঙ্গীতে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ। কিন্তু স্থানীয় অধিবাসীদের মধ্যে জনসচেতনতার অভাব রয়েছে। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন বক্তারা। এছাড়া সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে বলেও জানিয়েছেন তারা।
December 2024
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]