কম দামে অডি আনল বিলাসবহুল গাড়ি
জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি বাজারে নতুন গাড়ি নিয়ে হাজির হলো। যার মডেল অডি কিউ৭ ফেসলিফ্ট। অডির নতুন এই গাড়ির দাম অন্যসব মডেলের তুলনায় কিছুটা কম। কিন্তু ফিচারে কমতি রাখেনি কোম্পানি।
ভারতের বাজারে এই গাড়ির দাম ৮৮ লাখ ৬৬ হাজার রুপি। যেখানে অডির অন্যসব মডেল কিনতে খরচ হয় কোটি রুপির ওপরে। তাই এই দামটিকে সাশ্রয়ীই বলছেন ক্রেতারা।
অডি কি৭ মডেলের গাড়িটি ওএলইডি হেডল্যাম্পসহ এসেছে। অবশ্যই এই এসইউভি কাস্টমাইজ করার সুযোগ দেবে আপনাকে। গ্রিলটি নতুন এবং সেখানে আরও ক্রোমের ব্য়বহার রয়েছে। পেছনের দিকেও নতুন টেলল্যাম্প রয়েছে, যেখানে পাঁচটি রঙ দেখতে পাবেন আপনি। প্রয়োজনে বেছে নিতে পারবেন পছন্দের রঙ।
নতুন গাড়িতে কেবিনে দুই ধরনের সামগ্রী ব্যবহার করতে পারবেন আপনি। এখানে আরও বিকল্প পাওয়া যাবে। অডি কিউ৭ ফেসলিফ্টে ইনফোটেইনমেন্ট সিস্টেমটিও আপডেট করা হয়েছে। সংযোজিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ৪ জোন ক্লাইমেট কন্ট্রোল, ভার্চুয়াল ককপিট, ১৯টি স্পিকার অডিও সিস্টেম এবং একটি প্যানোরামিক সানরুফসহ আরও অনেক কিছু।
:
কিউ৭ মডেলে পাশাপাশি তিনটি সারি আসন রয়েছে। এই গাড়ির ইঞ্জিন ৩৪০ বিএইচপি শক্তি এবং ৫০০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এতে রয়েছে ভি৬ টার্বো পেট্রোল ইঞ্জিন পাবেন।যেখানে কোয়াত্রোর সঙ্গে স্ট্যান্ডার্ড একটি ৮ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাবেন।
অডি দাবি করছে, কিউ৭ মাত্র ৫.৬ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার।
এজেড
December 2024
ফোন : ০১৫৪০৫০৩৬৩৪
ই-মেইল: [email protected]