নাসরিন সিমি
ভালবাসার গল্প শুধু হারিয়ে যায়
ভালবাসার গল্প শুধু হারিয়ে যায়
আকাশের কালো কালো মেঘের আড়ালে
চেয়ে দেখি তার লুকোচুরি খেলা, বুকের ভেতর খামচে ধরে থাকে মৈনাক পর্বত।
মাঝে মাঝে আকাশে উড়াল দেয় অচেনা কিছু পাখি,
হঠাৎ এসে নখের আঁচড়ে রক্তাক্ত করে হৃদয়
পাশাপাশি , হাসিখুশি তবুও দূরের পাখিটার মতো নিঃসঙ্গ।
ভাঙাচোরা ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকি ঠায় কুহু কুহু সুর শোনার অপেক্ষায়,
অথচ অবিরাম ভেসে আসে কাকের চিৎকার!
আগাগোড়া শুনেছি আমি এক ভুল মানুষ!
কোথাও কোন পরিশুদ্ধতার লেশমাত্র নেই।
আমারই যেন কেবল এমনটা হয়!
ভুল বলেই হয়তো ভুল করে থাকি আর
এক জীবনে ভুল মানুষকেই ভালবাসি।
6 Time Viewed
Posted: ১৫ এপ্রিল ২০২২, বিকাল ৬:১৫ সময়