সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কবি তুলোশী চক্রবর্তী এর বার্তা কবিতা
নববর্ষ
তুলোশী চক্রবর্তী
------------------------
পুরানো বছরকে জানিয়ে শুভ বিদায়
বছরের অন্তিম দিনের শেষ নিদ্রায়
নতুন বছর সকলের শুভ হোক
আমি বিভোর এই প্রার্থনায়,
কোন ভুল যদি করে থাকি করো তবে ক্ষমা
অন্তরেতে রেখো নাকো কোন ক্রোধ হিংসা জমা,
ভুলে যেও পুরাতন ছিল যত দ্বন্দ্ব
ভুলে যেও সব ;আছিল যত মন্দ,
নতুন করে উঠো জেগে নিয়ে নতুন ছন্দ
কাটাও নতুন বর্ষব্যাপী নিয়ে অফুরন্ত আনন্দ,
নতুন বছরের নতুন দিনে
উদিবে নব রবি গগনে
আবার নতুন করে স্বপ্ন বুননে
উঠো জেগে সবে প্রফুল্লিত মনে,
বিজয় কেতন উড়িয়ে মোরা সবাই
চলো মনে প্রানে নববর্ষ কে স্বাগত জানাই।
6 Time Viewed
Posted: ১ জানুয়ারি ২০২২, সকাল ৭:৫৮ সময়